টঙ্গীতে ফেমাস কেমিক্যালের গুদামে কেমিক্যাল ড্রাম বিস্ফোরণের আগুনে দ্বগ্ধ দোকান কর্মচারী আল আমিন বাবু হাওলাদার (২০) ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
এ নিয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুই ফায়ার ফাইটার শমিম ও নূরুল হুদাকে নিয়ে মৃত্যুর সংখ্যা দাড়াল ৩ জনে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাবু হাওলাদর মারা যান। নিহত আল আমিন বাবু হাওলাদার টঙ্গী নতুন বাজার এলাকার রতন হাওলাদারের ছেলে।
তিনি ঘটনাস্থল সাহারা মার্কেটের লিটন মিয়ার রঙের দোকানে কর্মচারী ছিলেন। তার গ্রামের বাড়ি বরিশালে। টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) তুহিন মিয়া ও দোকান মালিক সাইফুল ইসলাম লিটন মিয়া মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন।
সাইফুল ইসলাম লিটন মিয়া জানান, আল আমিন বাবু হাওলাদার সাহারা মার্কেটের নিচে তার রঙের দোকানের কর্মচারী ছিলো। টঙ্গী রেল জংশনের রেলওয়ে কোয়ার্টারে বসবাস করতো আল আমিন বাবুরা।
গত ২২ সেপ্টেম্বর (সোমবার) বিকালে টঙ্গী বিসিক সাহারা মার্কেট টিনশেড সেমিপাকা ভবনে অবস্থিত ফেমাস কেমিক্যালের গুদামে আগুন লাগে। আগুন নেভাতে গিয়ে গোডাউনের কেমিক্যাল ড্রাম বিস্ফোরণে ফায়ার সার্ভিসের ৪ ফায়ার ফাইটার, স্থানীয় একজনসহ ৫ জন অগ্নিদগ্ধসহ ৭ জন আহত হন। এদের মধ্যে ৩দিনে ৩জন মারা গেলেন।
