এনসিপির সদস্যসচিবের ওপর ডিম নিক্ষেপের ঘটনায় কনক সরওয়ারের চাঞ্চল্যকর তথ্য

এনসিপির সদস্যসচিবের ওপর ডিম নিক্ষেপের ঘটনায় কনক সরওয়ারের চাঞ্চল্যকর তথ্য

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরীসহ কয়েকজন কর্মকর্তা সরাসরি জড়িত ছিলেন বলে দাবি করেছেন সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট ড. কনক সরওয়ার। নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে তিনি এই অভিযোগ করেন।

ডিম নিক্ষেপের ঘটনার অনুসন্ধান করতে গিয়ে তিনি এমন তথ্য পেয়েছেন বলে জানান। কনক সরওয়ার বলেন, “জাতিসংঘ মিশনে ফ্যাসিস্ট আমলে নিয়োগ পাওয়া এবং তাদের যেসব সমর্থক কর্মকর্তারা রয়েছেন, তারা আওয়ামী লীগের সঙ্গে মিলে একটি যৌথ হামলার ঘটনা সাজিয়েছেন।”

তিনি আরও বলেন, সালাহউদ্দিন নোমান চৌধুরী আওয়ামী লীগের একজন সমর্থক কর্মকর্তা। এই হামলার পরিকল্পনার পেছনে শোয়েব আব্দুল্লাহ নামে আরেকজন কর্মকর্তা জড়িত ছিলেন।

শোয়েব আব্দুল্লাহ ৫ আগস্টের পর নেপালে বদলি হলেও, জাতিসংঘে ড. ইউনূসের সফরের প্রোটোকলের দায়িত্ব পালনের জন্য সালাহউদ্দিন নোমান তাকে নেপাল থেকে নিউইয়র্কে নিয়ে আসেন।

কনক সরওয়ারের ভাষ্যমতে, শোয়েব আব্দুল্লাহ রোটন-রিপন পরিষদের ছাত্রলীগের সহ-সম্পাদক ছিলেন। তিনি প্রোটোকলের দায়িত্বে থাকাকালীন সবাইকে বিভ্রান্ত করে ঠাণ্ডা মাথায় এই হামলার পরিকল্পনা করেন, যাতে বিএনপি, জামায়াত ও এনসিপি নেতাদের হেনস্তা করা যায়।

এই ঘটনায় শোয়েব আব্দুল্লাহর সঙ্গে হাসান আল জামান রাফি নামে আরেকজনও জড়িত ছিলেন বলে দাবি করেন কনক সরওয়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *