সাজানো ছকে নির্বাচন!

সাজানো ছকে নির্বাচন!

বিসিবির নির্বাচন কমিশনের তিন সদস্যের একজন বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির অতিরিক্ত আইজিপি সিবগাত উল্লাহ। বিসিবির নির্বাচনে তিনি ঢাকা প্রথম বিভাগের ক্লাব বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবের কাউন্সিলর। নির্বাচন কমিশনারের কাউন্সিলর বা ভোটার হতে কোনো বাধা নেই বলেন সিবগাত উল্লাহ, ‘গঠনতন্ত্রের কোথাও উল্লেখ নেই, নির্বাচন কমিশনার কাউন্সিলর হতে পারবেন না। ভোট দিতে পারবেন না।

দেশের জাতীয় নির্বাচনে তো প্রধান নির্বাচন কমিশনার ভোট দেন।’ ৬ অক্টোবর বিসিবি নির্বাচনে জাতীয় দলের সাবেক অধিনায়ক থেকে শুরু করে সংগঠক ও রাজনীতিবিদ, ব্যবসায়ীরা ভোটার হয়েছেন। নানান বিতর্ক ও আইনি জটিলতার পর নির্বাচন কমিশন গত মঙ্গলবার রাতে ক্যাটাগরি-১, ২ ও ৩-এর খসড়া ভোটারদের তালিকা প্রকাশ করে।

দুদকের তদন্তের সুপারিশ থাকায় খসড়া তালিকায় ক্যাটাগরি-২ থেকে বাদ দেওয়া হয়েছে ১৫ ক্লাব। ক্যাটাগরি-১-এর তালিকায় বাদ পড়েছে নরসিংদী, সিলেট, নওগাঁ, বগুড়া, পাবনা ও সিরাজগঞ্জের কারও। গতকাল অবশ্য ১৫ ক্লাব আবেদন করেছে। যাচাই-বাছাইয়ের পর আজ চূড়ান্ত ভোটার তালিকা ঘোষণা করবে নির্বাচন কমিশন।

বিসিবির নির্বাচন নিয়ে ভোটাররা স্পষ্টত দুভাবে বিভক্ত। এক পক্ষ বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সমর্থক এবং অন্য পক্ষের সমর্থন তামিম ইকবালের। আমিনুল সরকার সমর্থিত। তামিমকে সমর্থন দিয়েছে বিএনপি। বিসিবির সাবেক সভাপতি আলী আজগর লবি অনেক দিন আগে জানিয়েছেন, তামিম বিএনপির সমর্থিত প্রার্থী। ক্রীড়া উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভূঁইয়ার সমর্থিত প্রার্থী আমিনুল ইসলাম বুলবুল। এ দুজনের বাইরে আরও একটি প্যানেলের গুঞ্জন শোনা যাচ্ছে।

নির্বাচনে জিততে মরিয়া বিসিবি বর্তমান সভাপতি। সরকারের আশীর্বাদে নির্বাচনের জয়ের কৌশল এঁকেছেন বুলবুল। সাজানো নির্বাচনের ছকও কষেছেন। বিসিবি সভাপতির সরাসরি হস্তক্ষেপে নির্বাচনে ক্যাটাগরি-১-এর কাউন্সিলরশিপ আইনি জটিলতায় হেঁটেছে। বিসিবি সভাপতির চিঠির বিপরীতে জেলা, বিভাগ ও ক্লাব কর্মকর্তারা হাই কোর্টে রিট করেন। হাই কোর্ট বিসিবি সভাপতির নির্দেশনাকে স্থগিত করেন। দেড় ঘণ্টা পর হাই কোর্টের স্থগিতাদেশকে স্থগিত করেন চেম্বার আদালত।

গত পরশু নির্বাচন কমিশন ক্যাটাগরি ১, ২ ও ৩-এর খসড়া ভোটার তালিকা ঘোষণা করে। সেখানে ক্যাটাগরি-২-এর ১৫ ক্লাবকে বাদ দেওয়া হয়। কয়েকজন কাউন্সিলর ১৫ ক্লাব বাতিল প্রসঙ্গে বলেন, ‘ক্লাবগুলো লিগ খেলেছে। অথচ তাদের ভোটার অধিকার নেই। অদ্ভুত বিষয়। এমনটা করা হয়েছে বর্তমান সভাপতির সমর্থনে।’

ক্যাটাগরি-১-এর সাত বিভাগের মধ্যে ঢাকা বিভাগের ভোটার আমিনুল ইসলাম বুলবুল। ক্যাটাগরি-২-এ ওল্ড ডিএইচএসের ভোটার তামিম ইকবাল। ধানমন্ডি স্পোর্টস ক্লাবের ভোটার ইসতিয়াক সাদেক, ঢাকা মেরিনার ইয়াংস ক্লাবের শানিয়ান তানিম নাভিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *