১৬ ডিসেম্বর থেকে মোবাইল ব্যবহারকারীদের জন্য বড় পরিবর্তন - bdmorning24news

১৬ ডিসেম্বর থেকে মোবাইল ব্যবহারকারীদের জন্য বড় পরিবর্তন

মোবাইল এখন আর শুধু যোগাযোগের মাধ্যম নয়, বরং জীবনের অপরিহার্য অংশ। ব্যক্তিগত, পেশাগত ও বিনোদনের সব ক্ষেত্রেই এর ব্যবহার ব্যাপক। তবে এবার মোবাইল ব্যবহারকারীদের জন্য আসছে বড় পরিবর্তন।

আগামী ১৬ ডিসেম্বর থেকে নিবন্ধনবিহীন (unregistered) বা অফিশিয়ালি অনুমোদনহীন ফোন ব্যবহার করা যাবে না। প্রতিটি হ্যান্ডসেটের আইএমইআই (IMEI) নম্বর ব্যবহারকারীর জাতীয় পরিচয়পত্র (NID) ও সিমকার্ডের সঙ্গে যুক্ত করে নিবন্ধন করা হবে—জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বিটিআরসি বলছে, বিদেশ থেকে আনা বা উপহার হিসেবে পাওয়া ফোনগুলো প্রাথমিকভাবে নেটওয়ার্কে সচল থাকবে। তবে নিবন্ধনের জন্য এসএমএসের মাধ্যমে ৩০ দিনের সময়সীমা দেয়া হবে। নির্ধারিত সময়ে ডকুমেন্ট জমা দিলে তা যাচাই করে জানানো হবে ফোনটি বৈধ কিনা। নিবন্ধন না হলে হ্যান্ডসেটটি নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হবে।

বিদেশ থেকে আনা বা উপহার ফোন নিবন্ধনের নিয়ম
১️⃣ ওয়েবসাইটে প্রবেশ: nrbt.gov.bd এ গিয়ে ব্যক্তিগত অ্যাকাউন্ট খুলে “Special Registration” অপশন নির্বাচন করুন।
২️⃣ প্রয়োজনীয় তথ্য: ফোনের IMEI নম্বর, ক্রয়রশিদের ছবি, পাসপোর্টের ছবি, এবং ইমিগ্রেশন সিলযুক্ত পৃষ্ঠার স্ক্যান কপি আপলোড করুন।
৩️⃣ একাধিক ফোন: একাধিক ফোন থাকলে কাস্টমস শুল্ক প্রদানের প্রমাণপত্র লাগবে।
৪️⃣ উপহার ফোন: উপহারদাতার প্রত্যায়নপত্র (declaration letter) জমা দিতে হবে।
৫️⃣ এয়ারমেইলে প্রাপ্ত ফোন: প্রেরক ও প্রাপকের NID/পাসপোর্ট কপি এবং ক্রয়রশিদ জমা দিতে হবে।

নিজের ফোন বৈধ কিনা যাচাই করবেন যেভাবে
মোবাইলের ডায়ালারে যান
ডায়াল করুন: *16161#
প্রদর্শিত বক্সে ১৫ সংখ্যার IMEI নম্বর লিখে পাঠিয়ে দিন।
কয়েক সেকেন্ডের মধ্যেই এসএমএসে জানিয়ে দেয়া হবে ফোনটি নিবন্ধিত কিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *