বেকার বলে ছেড়ে গিয়েছিল প্রেমিকা, অবশেষে বিসিএস ক্যাডার হলেন সেই শাহীন!

বেকার বলে ছেড়ে গিয়েছিল প্রেমিকা, অবশেষে বিসিএস ক্যাডার হলেন সেই শাহীন!

৪৪তম বিসিএসের সম্পূরক ফল প্রকাশ করেছে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। যেখানে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী শাহীন আলম। অথচ বেকারত্বের কারণে এই শাহীনকে ছেড়ে গিয়েছিল তার প্রেমিকা।

ময়মনসিংহ জেলার তারাকান্দায় জন্মগ্রহণ করেন শাহীন আলম। তিনি তারাকান্দা এম.এল. উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও তারাকান্দা বঙ্গবন্ধু কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন।

বাবা-মা মারা যাওয়ার পর বড় ভাইয়ের সহযোগিতায় টিউশন করিয়ে নিজের পড়াশোনা চালিয়ে যান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০১২–১৩ সেশনের শিক্ষার্থী এবং হাজী মুহাম্মদ মুহসিন হলের আবাসিক ছাত্র ছিলেন শাহীন।

জানা গেছে, ২০২১ সালে বেকারত্বের কারণে তার প্রেমিকা তার সঙ্গে ‍সম্পর্ক ছিন্ন করেন। এরপর অভিমানে প্রেমিকার ফেরত দেওয়া উপহারগুলো পুড়িয়ে সেই ভিডিও নিজ ফেসবুক অ্যাকাউন্টে আপলোড করেন শাহীন।

বিসিএস ক্যাডার হওয়ার অনুভূতি প্রকাশ করে একটি গণমাধ্যমকে শাহীন আলম বলেন, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আজ ৪৪তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছি। আমার সাফল্যের পেছনে সবচেয়ে বড় অবদান আমার বড় ভাইয়ের, যার সহযোগিতায় ছোটবেলা থেকে পড়াশোনা করতে পেরেছি।

শাহীন আরও বলেন, বাবা-মা বেঁচে না থাকায় আমার বড় বোনের বাড়িতে থেকে পড়াশোনা করেছি। বড় বোন ও দুলা ভাই আমার সাফল্যের বড় ভাগিদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *