দেশের ৬৫ হাজার ৫০২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের জন্য বড় সুখবর দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয়ের সকল প্রধান শিক্ষকের বেতন স্কেল দশম গ্রেডে উন্নীত করার প্রক্রিয়া চূড়ান্ত করতে অর্থ মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখা থেকে গত ৪ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিবকে একটি চিঠি পাঠানো হয়। মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রেবেকা সুলতানা ৫ নভেম্বর চিঠিতে সই করেন।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দশম গ্রেড দেওয়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ গত ২৮ জুলাই সম্মতি দিয়েছিল।
এরপর ৭ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকেও এ সংক্রান্ত স্মারকে সম্মতি পাওয়া যায়। এমতাবস্থায় প্রধান শিক্ষকদের বেতন স্কেল দশম গ্রেডে নির্ধারণে চূড়ান্ত সম্মতি দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা দুই ধরনের গ্রেডে বেতন-ভাতা পেয়ে থাকেন:
প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষক: ১১তম গ্রেড (স্কেল: ১২,৫০০ – ৩০,২৩০ টাকা)।
প্রশিক্ষণবিহীন প্রধান শিক্ষক: ১২তম গ্রেড (স্কেল: ১১,৩০০ – ২৭,৩০০ টাকা)।
এই পদটি দশম গ্রেডে উন্নীত হলে প্রধান শিক্ষকদের বেতন স্কেল হবে ১৬,০০০ – ৩৮,৬৪০ টাকা, যা তাদের আর্থিক ও সামাজিক মর্যাদা বৃদ্ধি করবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের চিঠিতে ছয়টি শর্ত সাপেক্ষে প্রধান শিক্ষকদের দশম গ্রেডে উন্নীত করার কথা বলা হয়েছে। শর্তগুলো হলো:
১. অর্থ বিভাগের সম্মতি: অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের সম্মতি গ্রহণ করতে হবে। ২. বেতন স্কেল নির্ধারণ: অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগ কর্তৃক বেতন স্কেল নির্ধারণ করতে হবে। ৩. সচিব কমিটির অনুমোদন: প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির অনুমোদন নিতে হবে।
৪. নিয়োগবিধি সংশোধন: পদ উন্নীতকরণের বিষয়টি বিদ্যমান নিয়োগবিধিতে অন্তর্ভুক্ত করে সংশোধন করতে হবে। ৫. প্রশিক্ষণ বাধ্যতামূলক: প্রশিক্ষণবিহীন প্রধান শিক্ষকদের সরকারি আদেশ জারির তারিখ থেকে ১৮ মাসের মধ্যে Basic Training for Primary Teachers (BTPT) প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে।
৬. আনুষ্ঠানিকতা সম্পন্ন: প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সরকারি আদেশের কপি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংগঠন ও ব্যবস্থাপনা অনুবিভাগে পাঠাতে হবে।
