উপহার পাওয়া নৌকার সঙ্গে আওয়ামী লীগের প্রতীকের কোনো মিল নেই: উপদেষ্টা ফাওজুল

উপহার পাওয়া নৌকার সঙ্গে আওয়ামী লীগের প্রতীকের কোনো মিল নেই: উপদেষ্টা ফাওজুল

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সম্প্রতি একটি নৌকার প্রতিকৃতি উপহার নিয়ে ফেসবুকে সমালোচনার মুখে পড়েছেন। তবে উপদেষ্টা ফাওজুল স্পষ্ট করেছেন, এই নৌকার সঙ্গে আওয়ামী লীগের কোনো নির্বাচনী প্রতীকের মিল নেই।

ফাওজুল জানিয়েছেন, গত সন্ধ্যায় আলজেরিয়ার জাতীয় দিবস উপলক্ষে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মনোনয়নের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। অনুষ্ঠানে তাকে পালতোলা দাঁড় পরিচালনাকারী মাঝিসহ নৌকার প্রতিকৃতি উপহার হিসেবে দেওয়া হয়। তিনি বলেন, কূটনৈতিক সৌজন্যবশত উপহারটি গ্রহণ করেন। উপহারে স্পষ্টভাবে দূতাবাসের নাম লেখা ছিল, যা রাজনৈতিক প্রতীকের সঙ্গে কোনোভাবে সম্পর্কিত নয়।

উপদেষ্টা ফাওজুল আরও জানিয়েছে, তিনি এখন এই উপহার নিয়ে চারটি বিকল্প বিবেচনা করছেন—

১. এটি আলজেরিয়া দূতাবাসে ফেরত পাঠানো, যদিও এটি অসৌজন্যমূলক মনে হতে পারে।
২. সরকারি তোশাখানায় জমা দেওয়া, যদিও এটি খুব মূল্যবান নয়।
৩. শৈলান প্রবীণ নিবাসে রাখার ব্যবস্থা করা।
৪. নিজের কাছে রেখে দেওয়া।

ফাওজুল লিখেছেন, তিনি পাঠকের পরামর্শ পেলে তা অনুযায়ী সিদ্ধান্ত নেবেন।

রাজধানীর একটি অভিজাত হোটেলে গতকাল অনুষ্ঠিত অনুষ্ঠানে ঢাকার আলজেরিয়া দূতাবাস ১৯৫৪ সালের গৌরবময় বিপ্লবের ৭১তম বার্ষিকী উদযাপন করে। অনুষ্ঠানে উপদেষ্টা ফাওজুলকে উপহার দেন ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেল ওহাব সালদানি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *