আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘আমার লোক, তোমার লোক–কালচার থেকে বিএনপি, জামায়াতকে বের হয়ে আসতে হবে। এনসিপি ও ছোট দলগুলোকেও বের হয়ে আসতে হবে। ছোট দলগুলো বা উদীয়মান দলগুলো এ ব্যাধি থেকে মুক্ত নয়।’ বিএনপি, জামায়াত, এনসিপি এবং ছোট দলগুলোকেও এই ব্যাধি থেকে মুক্ত নয়।
আজ শনিবার (২৬ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো ও অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার কল্যাণ সমিতি আয়োজিত ‘বাংলাদেশ পুলিশের সংস্কার: চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এই মন্তব্য করেন।
আইন উপদেষ্টা আসিফ নজরুল দৃঢ়তার সঙ্গে বলেন, এই ‘আমার লোক, তোমার লোক’ সংস্কৃতি আওয়ামী লীগ আমলেই ‘ভয়াবহ’ রূপ নেয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় বাহিনী পুলিশকে একটি ‘নির্মম, অত্যাচারী, পাশবিক, দানবীয় বাহিনী’তে পরিণত করেছিলেন বলে মন্তব্য করেন আসিফ নজরুল।
তিনি বলেন, পুলিশি নির্যাতনের একটি বড় অংশ ঘটে সরকারি দলের আদেশ ও ইচ্ছাপূরণের জন্য। অনেকে আবার নিজ স্বভাবের কারণেই সীমা ছাড়িয়ে যায়—এর উদাহরণ হিসেবে তিনি সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদের কথা উল্লেখ করেন।
আইন উপদেষ্টা জানান, বর্তমান অন্তর্বর্তী সরকার রাজনৈতিক প্রভাব ছাড়াই পুলিশ সংস্কারের কাজ করছে। সরকারের নেওয়া কিছু পদক্ষেপ:
আটক করা ব্যক্তিকে ১২ ঘণ্টার মধ্যে তার স্বজনদের জানাতে হবে। ২৪ ঘণ্টার মধ্যে না জানালে তা গুম হিসেবে গণ্য হবে। পুলিশ সংস্কার কমিশন এবং পুলিশের মধ্যে একটি নিবেদিত তদন্ত দল বা সংস্থা গঠনের কথা বলেন তিনি। ‘গার্ড অব অনার’ দেওয়ার মতো সংস্কৃতি বন্ধে কাজ করার ওপর জোর দেন তিনি।
তিনি বলেন, পুলিশ সংস্কার কমিশনের ক্ষমতা কাঠামো না থাকার সমালোচনা থাকলেও, ক্ষমতা থাকলেই কেউ মানবাধিকার রক্ষায় কাজ করবে তা ঠিক নয়।
