প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য বড় সুখবর

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য বড় সুখবর

সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা এবং প্রশাসনিক ব্যয় নির্বাহে ১৩২ কোটি ৪৩ লাখ ৬৯ হাজার ২০০ টাকা বরাদ্দ দিয়েছে সরকার। ২০২৫-২৬ অর্থবছরের এই বরাদ্দের অর্থ থেকে বিদ্যালয়ের ইন্টারনেট বিল, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও শিক্ষকদের ভ্রমণ ব্যয় মেটানো হবে।

বুধবার (২৯ অক্টোবর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অর্থ ও রাজস্ব বিভাগের উপপরিচালক (সেকশন-২) মো. নূরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে,

* বিদ্যালয়গুলোতে ইন্টারনেট, ফ্যাক্স ও টেলেক্স খাতে বরাদ্দকৃত অর্থ থেকে প্রতি মাসে *১ হাজার টাকা হারে ইন্টারনেট বিল পরিশোধ করতে হবে।
* পরিষ্কার-পরিচ্ছন্নতা খাতে প্রতি মাসে ৫০০ টাকা করে ব্যয় করা যাবে।
* এছাড়া যেসব শিক্ষক মাসিক সমন্বয় সভায় যোগ দেন বা সরকারি দায়িত্বে বিভিন্ন স্থানে ভ্রমণ করেন, তারা সরকারি বিধি মোতাবেক ভ্রমণ ভাতা পাবেন।

চিঠিতে আরও বলা হয়, বরাদ্দকৃত অর্থ সংশ্লিষ্ট উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ইউপিইও) বা টাউন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (টিপিইও)–এর মাধ্যমে বিদ্যালয় পর্যায়ে বিতরণ করা হবে। আয়ন-ব্যয়ন কর্তৃপক্ষকে এ অর্থ সরকারি বিধি অনুসারে ব্যয় করার ক্ষমতা দেওয়া হয়েছে।

তবে বরাদ্দ ব্যবহারে কিছু শর্ত আরোপ করা হয়েছে।

* সব ব্যয় সরকারি বিধি অনুযায়ী হতে হবে।
* কোনো অনিয়ম বা অযথা ব্যয় ধরা পড়লে সংশ্লিষ্ট আয়ন-ব্যয়ন কর্মকর্তা ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন।
* বরাদ্দের অব্যয়িত অর্থ ২০২৬ সালের ৩১ মের মধ্যে ফেরত দিতে হবে।

সরকার মনে করছে, এই বরাদ্দ বিদ্যালয় পরিচালনায় নিয়মিত ব্যয় নির্বাহ সহজ করবে এবং প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *