সরকারি চাকরিজীবীদের ঈদ বোনাস দ্বিগুণ করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএ)। বুধবার (২৯ অক্টোবর) জাতীয় পে কমিশনের সঙ্গে এক মতবিনিময় সভায় এ প্রস্তাবনা তুলে ধরে সংগঠনটি।
বিএফএ প্রস্তাবে জানায়, আসন্ন নবম পে স্কেলে সরকারি কর্মচারীদের ঈদ বোনাস বর্তমানের দ্বিগুণ করার পাশাপাশি সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন ১ লাখ ৪০ হাজার টাকা নির্ধারণের দাবি জানানো হয়েছে।
একই সঙ্গে সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৬০ শতাংশ করার প্রস্তাবও দেওয়া হয়েছে। সংগঠনটির লিখিত প্রস্তাবে বলা হয়েছে, অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী বন অধিদপ্তরে নিয়োজিত ডিপ্লোমা-ইন-ফরেস্ট্রি ডিগ্রিধারী সব
ফরেস্টারদের বেতন গ্রেড অন্যান্য ডিপ্লোমাধারীদের মতো ১০ম গ্রেড ও দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা দিতে হবে। হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের নির্দেশনা (রিট নং ৭০০১/২০১৭ ও সিভিল পিটিশন নং ২৭৩৬/২০২১) অনুযায়ী তাদের প্রাপ্য পদমর্যাদা ও বেতন দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়।
বিএফএ আরও প্রস্তাব করেছে—
শিক্ষা ভাতা: একজন সন্তানের জন্য ২ হাজার এবং দুইজনের জন্য ৪ হাজার টাকা,
চিকিৎসা ভাতা: মাসে ৫ হাজার টাকা,
টিফিন ভাতা: মাসে ৩ হাজার টাকা,
বৈশাখী ভাতা: মূল বেতনের সমান প্রদান।
এছাড়া বার্ষিক ইনক্রিমেন্ট ১০ শতাংশ, পেনশন সুবিধা ১০০ শতাংশ, এবং বন অধিদপ্তরের মাঠ পর্যায়ে নিয়োজিত কর্মীদের ঝুঁকি ভাতা মূল বেতনের ৫০ শতাংশ করার প্রস্তাবও দেওয়া হয়।
সংগঠনটি আরও দাবি জানিয়েছে, সরকারি দায়িত্ব পালনকালে কোনো কর্মচারী আহত বা নিহত হলে তাৎক্ষণিক চিকিৎসা ও ক্ষতিপূরণের ব্যবস্থা নিতে হবে।
বিএফএ বলেছে, দীর্ঘ বিরতি না দিয়ে প্রতি পাঁচ বছর অন্তর পে কমিশন গঠন করা উচিত, যাতে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি কর্মচারীদের বেতনভাতা নিয়মিত হালনাগাদ করা যায়।
