আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানী ঢাকার বিভিন্ন আসনের জন্য বিএনপি প্রার্থী তালিকা চূড়ান্তের কাজ এগিয়ে নিচ্ছে। দলীয় সূত্রে জানা গেছে, ঢাকার বেশ কয়েকটি আসনের চূড়ান্ত প্রার্থীকে মনোনয়নের জন্য গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে।
দলীয় সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঢাকার প্রার্থীদের মধ্যে রয়েছেন—
ঢাকা-৪: তানভীর আহমেদ রবিন
ঢাকা-৬: ইশরাক হোসেন
ঢাকা-৯: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাস
ঢাকা-১৩: নাগরিক ঐক্যের আহ্বায়ক ববি হাজ্জাজ
ঢাকা-১৪: ‘মায়ের ডাক’ খ্যাত সানজিদা ইসলাম তুলি
ঢাকা-১৫: সফিকুল ইসলাম মিলটন
ঢাকা-১৬: আমিনুল হক
এছাড়া ঢাকা-১৭ আসনটি বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)-এর সভাপতি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে বিএনপি এবার ছেড়ে দিয়েছে বলে নিশ্চিত করেছে একাধিক নির্ভরযোগ্য সূত্র।
দলীয় সূত্রে জানা গেছে, ঢাকা-১৪ আসনের প্রার্থী সানজিদা ইসলাম তুলি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি নির্দেশে নির্বাচন প্রস্তুতি শুরু করেছেন। তুলি প্রথমে ঢাকা-১২ (তেজগাঁও) আসন থেকে প্রার্থী হতে আগ্রহী ছিলেন। তবে ওই আসনে গুম হওয়া ব্যারিস্টার আরমানের সম্ভাব্য মনোনয়নের কারণে তুলি স্থানান্তরিত হয়েছেন। এর ফলে ঢাকা-১৪ আসন থেকে বাদ পড়েছেন বিএনপি নেতা এস. এ. সিদ্দিক সাজু।
আর এ কারণে এরই মধ্যে তারেক রহমানের নির্দেশে বিএনপির ঢাকা মহানগর উত্তর ইউনিটের নেতারা সানজিদা ইসলাম তুলিকে নিয়ে স্থানীয় পর্যায়ে প্রচারণা শুরু করেছেন।
এদিকে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ দীর্ঘদিন ধরে আওয়ামী শাসনের বিরুদ্ধে উচ্চকণ্ঠ ছিলেন। সরকার ও ক্ষমতাসীন দলের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে জাতীয় সংসদে উচ্চকণ্ঠ ছিলেন তিনি। এ জন্য শেখ হাসিনা সরকারের রোষানলে পড়ে একাধিকবার কারাগারে যেতে হয় তাকে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ও তাকে গ্রেপ্তার করা হয়।
বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের বরাতে জানা যায়, আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধ জোট গঠনের অংশ হিসেবে ব্যারিস্টার পার্থকে ঢাকা-১৭ আসনটি ছেড়ে দেওয়া হয়েছে। গুলশান এলাকার বিএনপি নেতাকর্মীরা জানান, আন্দালিব রহমান পার্থের মনোনয়নের বিষয়ে দল থেকে তাদের বলা হয়েছে। তারা পার্থর পক্ষে কাজ করছেন।
