মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে এসি বাসে আগুন, নিহত ২০

মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে এসি বাসে আগুন, নিহত ২০

ভারতের অন্ধ্র প্রদেশে চলন্ত একটি এসি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যার ফলে অন্তত ২০ জন নিহত হয়েছেন। দুর্ঘটনা ঘটেছে শুক্রবার (২৪ অক্টোবর) ভোরে কুরনুল জেলার উল্লিন্দাকোন্ডা এলাকায়।

বাসটি ৪০ জন যাত্রী নিয়ে হায়দ্রাবাদ থেকে বেঙ্গালুরু যাচ্ছিল। দুর্ঘটনার সময় অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন। বাসটি মাত্র দুই-তিন মিনিটের মধ্যে সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। কিছু অল্প যাত্রী জানালার কাঁচ ভেঙে বের হতে পেরেছেন।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, বাসটি একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা খায়। পুলিশের ধারণা, ধাক্কার পর মোটরসাইকেলটি বাসের নিচে আটকে যায় এবং সেখান থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

কুরনুলের পুলিশ সুপার বিক্রান্ত পাতিল বলেন, “ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি (এফএসএল) দল ঘটনাস্থলে এসে আগুন লাগার সঠিক কারণ খতিয়ে দেখছে। বাসটি যেহেতু এসি, তাই অনেক যাত্রী জানালা ভেঙে বের হতে বাধ্য হয়। যারা জানালা ভাঙতে পেরেছে, তারাই বেঁচে আছে।”

নান্দিয়ালের সংসদ সদস্য বাইরেড্ডি শাবরী জানিয়েছেন, “কিছু মরদেহ এতটা দগ্ধ হয়েছে যে শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *