৩ ঘণ্টাতেও নিয়ন্ত্রণে আসেনি আগুন, আহত আনসারের ১৫ সদস্য

৩ ঘণ্টাতেও নিয়ন্ত্রণে আসেনি আগুন, আহত আনসারের ১৫ সদস্য

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা ভয়াবহ আগুন তিন ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ঘটনাস্থল থেকে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যাচ্ছে।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তাহলা বিন জসিম জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি স্টেশনের মোট ৩৬টি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এদিকে, আগুন নেভানোর কাজে গিয়ে আনসার ও ভিডিপির ১৫ জন সদস্য আহত হয়েছেন। আনসার ও ভিডিপির গণসংযোগ কর্মকর্তা মো. আশিকুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এখন পর্যন্ত ঘটনাস্থলে আনসার ও ভিডিপির এক হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। আহত ১৫ জন সদস্যের মধ্যে ৮ জনকে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ ভর্তি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *