এবার যে ক্ষমতা দখল করল সেনাবাহিনী

এবার যে ক্ষমতা দখল করল সেনাবাহিনী

প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা দেশ ছেড়ে পালানোর পর মাদাগাস্কারের ক্ষমতা দখলের ঘোষণা দিয়েছে সেনাবাহিনী। মঙ্গলবার রাতে এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে, মাদাগাস্কারের সেনাবাহিনীর এক কর্নেল জাতির উদ্দেশে দেওয়া এক সংক্ষিপ্ত ভাষণে ক্ষমতা গ্রহণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন।

এর আগে প্রেসিডেন্ট রাজোয়েলিনার বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব সংসদে উত্থাপন ও পাস হয়। রাজধানী আন্তানানারিভোতে অনুষ্ঠিত সেই ভোটে ১৩০ সংসদ সদস্য অভিশংসনের পক্ষে মত দেন। ভোটের পর দেশজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আরও পড়ুনঃ আবারো ভারতে শেখ হাসিনার সঙ্গে আ.লীগ নেতাদের বৈঠকের খবর নিয়ে যা জানা যাচ্ছে
অভিশংসনের পরপরই সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে রাজোয়েলিনা বলেন, “এই ভোট সম্পূর্ণ অবৈধ ও অসাংবিধানিক।” তিনি দাবি করেন, “জাতীয় পরিষদ ভেঙে দেওয়া হয়েছিল, তবু অবৈধভাবে এই অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।” একই সঙ্গে তিনি সংসদের সিদ্ধান্তের তীব্র নিন্দা জানান।

এরই মধ্যে রাজধানীর সামরিক সদর দপ্তর থেকে সেনাবাহিনীর এক কর্নেল ক্ষমতা দখলের ঘোষণা দেন। রাষ্ট্রীয় টেলিভিশনে হাজির হয়ে তিনি বলেন, “জাতির নিরাপত্তা, স্থিতিশীলতা ও সাংবিধানিক শৃঙ্খলা রক্ষার স্বার্থে সেনাবাহিনী দেশের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে।” তিনি আরও বলেন, “আমরা শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত প্রশাসনিক দায়িত্ব পালন করব।”

উল্লেখ্য, কয়েক সপ্তাহ ধরে মাদাগাস্কারে দুর্নীতি, দারিদ্র্য ও প্রশাসনিক ব্যর্থতার বিরুদ্ধে তরুণদের আন্দোলন ব্যাপক আকার নেয়। রাজধানীসহ বিভিন্ন শহরে হাজারো মানুষ বিক্ষোভে অংশ নেয়। সেনাবাহিনীর একটি অংশ ‘ক্যাপসাট’ ইউনিট প্রকাশ্যে প্রেসিডেন্টের বিরোধিতা করে বিক্ষোভকারীদের পাশে দাঁড়ানোর পর থেকেই রাজনৈতিক সংকট গভীর হয়।

রাজোয়েলিনা বর্তমানে ফ্রান্সে আশ্রয় নিয়েছেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। তিনি ২০০৯ সালে সেনাবাহিনীর সহায়তায় ক্ষমতায় আসেন এবং এর পর থেকে তিন দফায় দেশ শাসন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *