মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করার ইচ্ছা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সোমবার (১৩ অক্টোবর) মিশরের শার্ম আল শেখ শহরে অনুষ্ঠিত ‘গাজা শান্তি সম্মেলনে’ তিনি এ ঘোষণা দেন।
শাহবাজ শরিফ বলেন, “ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামানো এবং সংঘর্ষবিরতিতে অনবদ্য ভূমিকা রেখেছেন প্রেসিডেন্ট ট্রাম্প ও তার দল। এজন্যই পাকিস্তান তাঁকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছিল।
আজ আবার আমি তাঁকে মনোনীত করতে চাই, কারণ আমি সত্যিই মনে করি তিনি শান্তির জন্য সবচেয়ে যোগ্য প্রার্থী। এর আগে চলতি বছরের জুনে ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য সুপারিশ করেছিল পাকিস্তান।
তবে এ বছর শান্তিতে নোবেল পাননি তিনি। এ বছর ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো নোবেল শান্তি পুরস্কার অর্জন করেন। শান্তি সম্মেলনে ট্রাম্প বলেন, “ভারত দারুণ একটি দেশ, যার নেতৃত্বে রয়েছেন আমার ঘনিষ্ঠ বন্ধু নরেন্দ্র মোদি।
আমার মনে হয় পাকিস্তান ও ভারত এখন খুব ভালোভাবে একসঙ্গে থাকবে।” তাঁর বক্তব্যের সময় পাশে থাকা শাহবাজ শরিফের দিকে তাকিয়ে তিনি বলেন, “তাই তো?” জবাবে শাহবাজ হাসিতে প্রতিক্রিয়া জানান, যা দেখে হাসেন ট্রাম্পও।
এদিকে হামাস-ইসরায়েল সংঘাত বন্ধে মধ্যস্থতার ভূমিকার স্বীকৃতি হিসেবে ট্রাম্পকে ইসরায়েল ও মিশর তাদের সর্বোচ্চ জাতীয় সম্মান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
