পদত্যাগে বাধ্য হওয়া শিক্ষকরা পেলেন দারুন সুখবর

পদত্যাগে বাধ্য হওয়া শিক্ষকরা পেলেন দারুন সুখবর

শিক্ষা মন্ত্রণালয় জোরপূর্বক পদত্যাগ করানো এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা চালুর নির্দেশ দিয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের মাধ্যমে উচ্চশিক্ষা অধিদফতরে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, পদত্যাগে বাধ্য করা শিক্ষক-কর্মচারীদের বিরুদ্ধে তদন্ত চললেও অনেকের বেতন-ভাতা বন্ধ রয়েছে। ফলে তারা মানবেতর জীবনযাপন করছেন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের বেতন-ভাতা চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ আরও জানিয়েছে, জোরপূর্বক পদত্যাগকারী শিক্ষকদের বেতন-ভাতা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) সিস্টেমের মাধ্যমে প্রদান করতে হবে। যদি কোনো কর্মকর্তা বা কর্তৃপক্ষ অসহযোগিতা বা বাধা দেয়, তবে তাদের বিরুদ্ধে বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

গত বছরের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অনেক শিক্ষকের পদত্যাগে বাধ্য করা হয়েছিল। এতে তাদের বেতন বন্ধ হয়ে গিয়েছিল। এর আগে জানুয়ারিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ দুই দফা আদেশ জারি করেছিল, কিন্তু কার্যকর করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *