গাজার খুব কাছাকাছি চলে এসেছি: শহিদুল আলম

গাজার খুব কাছাকাছি চলে এসেছি: শহিদুল আলম

গাজার উদ্দেশে যাত্রা করা ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র একটি বাদে বাকি সব জাহাজ আটক করার দাবি করেছে ইসরায়েল। তবে এখনো নিশ্চিত নয়, বাস্তবে এতগুলো জাহাজ আটক হয়েছে কিনা।

এই পরিস্থিতিতে ফ্লোটিলায় অংশ নেওয়া বাংলাদেশি আলোকচিত্রী ও দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম দুই দফায় ভিডিও বার্তা দিয়েছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রথম ভিডিওটি তিনি দেন জাহাজের একটি কক্ষ থেকে।

সেখানে তিনি জানান উত্তাল সমুদ্রের কারণে তিনি কিছুটা অসুস্থ হয়ে পড়েছেন। রাত ১০টার দিকে দেওয়া দ্বিতীয় ভিডিওতে তিনি জাহাজের ছাদ থেকে আশপাশের দৃশ্য তুলে ধরেন। ভিডিওতে তিনি ইসরায়েলি হস্তক্ষেপ নিয়ে কিছু বলেননি, তবে জানান, ‘আমি গাজার কাছাকাছি চলে এসেছি।’

তিনি আরও জানান, অসুস্থতা নিয়ে উদ্বিগ্ন হওয়ায় অনেকে তার খোঁজ নিয়েছেন, তবে সবার আলাদা আলাদা উত্তর দিতে না পারায় দুঃখ প্রকাশ করেন।

ক্যাপশনে শহিদুল আলম লেখেন, ‘আজ বমি করে পড়ে গিয়েছিলাম, তবে গুরুতর কিছু হয়নি। জাহাজে ২০ জন ডাক্তার ও নার্স রয়েছেন, ফলে চিকিৎসাসেবা ভালোই পাচ্ছি। যে মনোযোগ পেয়েছি, তা আমাকে ভীষণ ভালো লেগেছে। আমার ভাগ্নী মাওলি বলতো, আমি একজন ডাম্রা কুইন। আমি খুব গাজার কাছাকাছি চলে এসেছি।’

ভিডিওতে তাঁকে হাসিমুখে সহযাত্রীদের সঙ্গে কথা বলতে দেখা যায় এবং আশপাশের সাগরের চিত্র তুলে ধরতে দেখা যায়।

উল্লেখ্য, ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ একটি আন্তর্জাতিক মানবিক উদ্যোগ, যার মাধ্যমে গাজার অবরুদ্ধ জনগণের জন্য সমুদ্রপথে ত্রাণ পাঠানো হচ্ছে। ফ্লোটিলায় ৪৪টি দেশের প্রায় ৫০০ অধিকারকর্মী, চিকিৎসক, সাংবাদিক ও সংসদ সদস্য অংশ নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *