৬০-এর আগেই হতে পারে স্ট্রোক, বেশি ঝুঁকিতে এই রক্তের গ্রুপের মানুষ!

৬০-এর আগেই হতে পারে স্ট্রোক, বেশি ঝুঁকিতে এই রক্তের গ্রুপের মানুষ!

রক্তের গ্রুপ ও অল্প বয়সে স্ট্রোকের ঝুঁকির মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের প্রমাণ মিলেছে নতুন এক গবেষণায়। বিশেষ করে রক্তের A (এ) গ্রুপের A1 (এ১) উপধরনের মানুষেরা ৬০ বছরের আগেই স্ট্রোকের শিকার হওয়ার ঝুঁকিতে বেশি থাকতে পারেন বলে জানিয়েছেন গবেষকরা।

সম্প্রতি নিউরোলজি জার্নালে প্রকাশিত এই গবেষণায় ৪৮টি পৃথক জেনেটিক গবেষণার তথ্য বিশ্লেষণ করা হয়। এতে অংশ নেন প্রায় ১৭ হাজার স্ট্রোক আক্রান্ত ব্যক্তি এবং প্রায় ৬ লাখ সুস্থ মানুষ। অংশগ্রহণকারীদের বয়স ছিল ১৮ থেকে ৫৯ বছরের মধ্যে।

গবেষক দল জিনোমভিত্তিক বিশ্লেষণের মাধ্যমে স্ট্রোকের ঝুঁকির সঙ্গে সম্পর্কিত দুটি গুরুত্বপূর্ণ জেনেটিক অবস্থান চিহ্নিত করেন। এর একটি ছিল রক্তের গ্রুপ নির্ধারণকারী জিনের অবস্থান। আরও বিশ্লেষণে দেখা যায়, রক্তের A (এ) গ্রুপের A1 (এ১) উপধরনের মানুষেরা অন্য গ্রুপের তুলনায় অল্প বয়সে স্ট্রোক হওয়ার ঝুঁকিতে ১৬ শতাংশ বেশি।

তবে এই সম্পর্কের কারণ এখনো পুরোপুরি স্পষ্ট নয়। বিজ্ঞানীরা ধারণা করছেন, রক্তের এই উপধরন রক্ত জমাট বাঁধার উপাদান বা অন্যান্য শারীরবৃত্তীয় প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে, যা স্ট্রোকের ঝুঁকি বাড়ায়।

গবেষণার সহ-প্রধান গবেষক যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের নিউরোলজি বিভাগের অধ্যাপক ও চিকিৎসক স্টিভেন জে কিটনার বলেন, অল্প বয়সীদের মধ্যে স্ট্রোকের ঘটনা বাড়ছে।

এ ধরনের স্ট্রোক অনেক সময় মৃত্যুঝুঁকি বাড়ায় এবং যারা বেঁচে যান, তাদেরও আজীবন অক্ষমতার সঙ্গে লড়াই করতে হয়। তবুও অল্প বয়সে স্ট্রোকের কারণ নিয়ে গবেষণা তুলনামূলকভাবে কম হয়েছে।

গবেষকরা বলছেন, এই আবিষ্কার প্রমাণ করে যে জেনেটিক বৈশিষ্ট্য, বিশেষ করে রক্তের গ্রুপ, স্ট্রোকের ঝুঁকিতে বড় ভূমিকা রাখে—বিশেষত কম বয়সীদের ক্ষেত্রে।

তারা আশা করছেন, এই তথ্য ভবিষ্যতে ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের আগেভাগে চিহ্নিত করতে এবং আরও কার্যকর প্রতিরোধমূলক পদক্ষেপ নিতে সাহায্য করবে।

সূত্র: এনডিটিভি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *