৮-৯ মিনিট পর পর গাজায় বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল

৮-৯ মিনিট পর পর গাজায় বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল

অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলার মাত্রা বাড়িয়েছে দখলদার ইসরায়েল। গড়ে প্রতি ৮ থেকে ৯ মিনিট পর পর বিমান হামলা চালানো হচ্ছে। এমন পরিস্থিতিতে গাজার বেসামরিকদের জন্য ভয়াবহ পরিণতির বিষয়ে শুক্রবার সতর্ক করেছে জাতিসংঘ।

জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় অফিসের (ওসিএইচএ) উদ্ধৃতি দিয়ে সংস্থাটির মুখপাত্র স্টিফেন ডুজারিক শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন, গত ২৪ ঘণ্টায় গাজায় অভিযান জোরদার করেছে ইসরায়েলি বাহিনী।

ফলে গাজার বেসামরিক নাগরিকদের ওপর ভয়াবহ প্রভাব পড়েছে। গড়ে প্রতি ৮ থেকে ৯ মিনিট পর পর একটি করে বিমান হামলা চালানো হচ্ছে।
জাতিসংঘের প্রতিনিধিরা বেসামরিক ফিলিস্তিনিদের গতিবিধি নজরে রাখছেন উল্লেখ করে তিনি আরো বলেন, শুধু বৃহস্পতিবার উত্তর গাজা থেকে বাস্তুচ্যুত হয়ে দক্ষিণে চলে গেছেন সাড়ে ১৬ হাজার ফিলিস্তিনি নাগরিক। পথে ত্রাণকর্মীরা রয়েছেন, তবে তারা নানা চ্যালেঞ্জের মুখে পড়েছেন বলেও জানান এই মুখপাত্র।

ইসরায়েলের মুহুর্মুহু হামলা সত্ত্বেও লাখ লাখ ফিলিস্তিনি নাগরিক পরিবার-পরিজন নিয়ে গাজা সিটিতে থেকে গেছে। তাদের অনেকেরই সেই এলাকা ছেড়ে যাওয়ার মতো অর্থ বা সক্ষমতা নেই।

এদের বেশির ভাগ মানুষই মানবিক সহায়তার ওপর নির্ভর করেন, কারণ সেখানকার জরুরি পরিষেবাগুলো বন্ধ বা সরিয়ে নেওয়া হয়েছে। ডুজারিক জোর দিয়ে বলেন, গাজা উপত্যকা এবং এর বাইরে মানবিক কার্যক্রম সম্পূর্ণরূপে সহজ করার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে ওসিএইচএ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *