যুক্তরাষ্ট্রে এবার যে প্রস্তাব পেলেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস

যুক্তরাষ্ট্রে এবার যে প্রস্তাব পেলেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস

ক্লাব ডি মাদ্রিদ যুক্তরাষ্ট্রে এক হোটেলে ক্লাব ডি মাদ্রিদের সভাপতি ও স্লোভেনিয়ার সাবেক প্রেসিডেন্ট দানিলো তুর্ক বুধবার বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন।

বৈঠকে অধ্যাপক ইউনূসকে ক্লাবের সদস্য হতে আমন্ত্রণ জানানো হয়। বৈঠকে দানিলো তুর্ক ক্ষুদ্রঋণের ক্ষেত্রে অধ্যাপক ইউনূসের পথপ্রদর্শকমূলক কাজ ও এর বৈশ্বিক প্রভাবের প্রশংসা করেন।

তিনি বলেন, “আমরা সম্মানিত হব যদি আপনি আমাদের কর্মসূচিতে অংশ নেন। একই সঙ্গে বাংলাদেশের চলমান গণতান্ত্রিক রূপান্তর বিষয়ে আপনার মতামত আমরা বিশেষভাবে মূল্যায়ন করব।

জুলাই গণঅভ্যুত্থান এবং বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের প্রসঙ্গ তুলে দানিলো তুর্ক বলেন, এই আন্দোলন বিশ্বজুড়ে বিস্ময় সৃষ্টি করেছে এবং এ ধরনের রূপান্তরের বিষয়ে বৈশ্বিক নেতাদের আরও ভালোভাবে জানা উচিত।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস এই আমন্ত্রণকে স্বাগত জানান এবং বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কারের অভিজ্ঞতা বৈশ্বিকভাবে ভাগাভাগি করার আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, “আমরা এখনো জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছি, কীভাবে দেশকে গণতান্ত্রিক রূপান্তরের পথে এগিয়ে নেওয়া যায় তা নির্ধারণের চেষ্টা করছি।”

বৈঠকে ক্লাব ডি মাদ্রিদের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদও উপস্থিত ছিলেন। ক্লাব ডি মাদ্রিদ বিশ্বের বৃহত্তম ফোরাম, যেখানে সাবেক রাষ্ট্রনেতারা অংশগ্রহণমূলক গণতন্ত্রকে শক্তিশালী করতে এবং বৈশ্বিক কল্যাণে কাজ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *