উত্তপ্ত আগুনে ঘি ঢাললেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ!

শুক্রবার মধ্যরাতে হঠাৎই দেশের আলোচিত রাজনীতিবিদ ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের একটি ফেইসবুক পোস্ট। যেখানে লেখা, ‘এক সময় ভাত খুঁজতো ক্যান্টিনে, এখন হাঁস খুঁজে ওয়েস্টিনে।’ তার এই পোস্টটি মূহুর্তেই ভাইরাল সামাজিক মাধ্যমে।

এমন এক সময় এসে এই পোস্টটি করলেন দেশের আলোচিত এই রাজনীতিবিদ যখন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া প্রসঙ্গত একটি বিষয় তুলে ধরতে গিয়ে সম্প্রতি গণমাধ্যমের সামনে হাঁসের মাংস ও হোটেল ওয়েস্টিনের কথা তুলে ধরেছিলেন।

গণমাধ্যমের সামনে উপদেষ্টা বলেছিলেন, মাঝেমধ্যে রাতে কাজ শেষ হতে ভোর হয়ে যায়, সে সময় খাওয়া দাওয়া দেওয়ার মত বাসায় কেউ না থাকায় তিনি বেশিরভাগ সময়ই ৪-৫ জন মিলে ৩০০ ফিটের নীলা মার্কেটে যান হাঁসের মাংস খেতে। আর বেশি ভোর হয়ে গেলে নীলা মার্কেট বন্ধ হয়ে যায়, তখন তিনি যান গুলশানের ওয়েস্টিন হোটেলে।

উপদেষ্ট আসিফ মাহমুদের সম্প্রতি দেওয়া সেই বক্তব্য নিয়ে অনেককেই মন্তব্য করতে দেখা গেলেও ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ সরাসরি উপদেষ্টার নাম উল্লেখ করে কিছু বলেননি। এরপরও তার এই পোস্টের সাথে নেটিজেনরা খুঁজে ফিরছেন

উপদেষ্টা আসিফ মাহমুদের সেই বক্তব্যের যোগসূত্র। কারণ, উপদেষ্টার সেই বক্তব্যের কিছু সময় পরই এমন পোস্ট করে বসেন পার্থ। তার এমন পোস্ট যেনো রীতিমতো উত্তপ্ত তেলে ঘি ঢালার মত অবস্থার সৃষ্টি করেছে সোশ্যাল মিডিয়াজুড়ে।

আন্দালিব রহমান পার্থের অনুসারীরা রীতিমতো পোস্টটি শেয়ার করছেন এবং নানা ধরণের মন্তব্যও করছেন পোস্টটির কমেন্টস বক্সে। তাদের ধারণা উপদেষ্টা আসিফ মাহমুদকে খোঁচা দিয়েই এমন পোস্ট করেছেন এই অভিজ্ঞ রাজনীতিবিদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *