সরকারি কর্মকর্তা–কর্মচারীদের যে ৪২ ধরনের আয় করমুক্ত

সরকারি চাকরিজীবীদের ৪২ ধরনের আয় করমুক্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ২০২৫-২৬ অর্থবছরের আয়কর নির্দেশিকা অনুযায়ী চিকিৎসা, নববর্ষ, বাড়িভাড়া, শ্রান্তি-বিনোদন, শিক্ষাসহায়ক, কার্যভার, পাহাড়ি, ভ্রমণ, যাতায়াত, টিফিন,

পোশাক, আপ্যায়ন, ধোলাই, বিশেষ, প্রেষণ, প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রেষণ, জুডিশিয়াল, চৌকি, ডোমেস্টিক এইড, ঝুঁকি, অ্যাকটিং, মোটরসাইকেল, আর্মরার, নিঃশর্ত যাতায়াত, টেলিকম, ক্লিনার, ড্রাইভার, মাউন্টেড পুলিশ, পিবিএক্স, সশস্ত্র শাখা, বিউগলার,

নার্সিং, দৈনিক বা খোরাকি, ট্রাফিক, রেশন মানি, সীমান্ত, ব্যাটম্যান, ইন্সট্রাকশনাল, নিযুক্তি, আউটফিট ও গার্ড পুলিশ ভাতা করমুক্ত। অবসরকালে প্রদত্ত লাম্প গ্রান্টও করমুক্ত থাকবে।

তবে মূল বেতন, উৎসব ভাতা ও বোনাস করযোগ্য আয় হিসেবে ধরা হবে এবং নির্ধারিত হারে আয়কর দিতে হবে। এনবিআর জানায়,

২০২৫-২৬ কর বছরের জন্য অনলাইনে ই-রিটার্ন দাখিল শুরু হয়েছে ৪ আগস্ট থেকে। প্রথম ১০ দিনে ৯৬,৯৪৫ জন করদাতা ই-রিটার্ন দাখিল করেছেন, যা গত বছরের দৈনিক গড়ের প্রায় পাঁচ গুণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *