‘ভোট চোর, গদি চোর’ স্লোগানে উত্তাল, অত:পর…..

ভোটে কারচুপির অভিযোগে ভারতের রাজধানী নয়াদিল্লিতে নির্বাচন কমিশনের দিকে বিরোধী দলের প্রায় ৩০০ এমপির বিক্ষোভ মিছিল পুলিশ আটকে দেয়। সোমবার সকালে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে শুরু হওয়া মিছিল থেকে রাহুল, তার বোন প্রিয়াঙ্কা গান্ধীসহ কয়েকজন এমপিকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ।

বিক্ষোভে তৃণমূল কংগ্রেসের দুই এমপি মহুয়া মৈত্র ও মিতালি বাগ অজ্ঞান হয়ে পড়েন। সহকর্মীরা পানি ও প্রাথমিক চিকিৎসা দেন, পরে মিতালি বাগকে হাসপাতালে পাঠানো হয়।

সংসদ ভবন থেকে শুরু হওয়া মিছিল নির্বাচন কমিশনের সদরদপ্তরের দিকে যাচ্ছিল। হাতে থাকা পোস্টারে লেখা ছিল— ‘গণতান্ত্রিক অধিকার চুরি’ ও ‘ভোট চুরি’। পুলিশ মাঝপথে বাধা দিলে এমপিরা রাস্তায় বসে অবস্থান ধর্মঘট করেন।ঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *