
রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে সেনাবাহিনীর বিশেষ অভিযান চালিয়ে ১১০০ টিরও বেশি দেশি-বিদেশি ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে। অভিযানে তিনটি অবৈধ অস্ত্রের দোকান থেকে নয়জনকে আটক করা হয়েছে।
উদ্ধার হওয়া সামুরাই চাপাতিসহ অন্যান্য ধারালো অস্ত্র বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত হত বলে সেনাবাহিনী জানিয়েছে।
সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ জানান, এসব অস্ত্র সন্ত্রাসীদের কাছে বিক্রি বা ভাড়া দেওয়া হতো, এমনকি ফ্রি হোম ডেলিভারিও প্রদান করা হতো। অস্ত্রগুলো গোপনে সংরক্ষণ ও সরবরাহ করা হতো, যা রাজধানীর বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত হচ্ছিল।
দু’দিনব্যাপী ধারাবাহিক অভিযানে উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৩০৬টি আগ্নেয়াস্ত্র এবং ৮২১৫ রাউন্ড গোলাবারুদ, যা সংশ্লিষ্ট থানায় জমা দেয়া হয়েছে। এছাড়া আরো ৫৪৮টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
সেনাবাহিনী মোহাম্মদপুর, শেরেবাংলা ও আদাব এলাকায় বিভিন্ন সন্ত্রাসী, দুষ্কৃতকারী ও মাদক ব্যবসায়ীরও গ্রেপ্তার করেছে। এই অভিযানের মাধ্যমে রাজধানীতে অস্ত্র ও সন্ত্রাস দমন নিয়ে সেনাবাহিনীর কার্যক্রমের গুরুত্ব পুনরায় প্রমাণিত হয়েছে।