রাজধানীতে দিনে দুপুরে গুলি করে হত্যা, যা জানা গেল

রাজধানীতে দিনে দুপুরে গুলি করে হত্যা, যা জানা গেল

রাজধানীর পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে প্রকাশ্যে গুলি করে একজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১০ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

কোতোয়ালি জোনের সহকারী কমিশনার ফজলুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, “হাসপাতালের সামনে অজ্ঞাত ব্যক্তিরা একজনকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়— এক ব্যক্তি দৌড়াতে দৌড়াতে পড়ে যাচ্ছেন। পেছন থেকে দুই দুর্বৃত্ত হাতে অস্ত্র নিয়ে ধাওয়া করছে।

দূর থেকে একজন গুলি করলে লোকটি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর তারা কাছে গিয়ে পরপর কয়েক রাউন্ড গুলি করে দ্রুত পালিয়ে যায়।

হাসপাতালের নিরাপত্তা কর্মী জানান, “দুর্বৃত্তরা ধাওয়া করতে করতে গেটে এসে প্রথমে পায়ে গুলি করে, পরে পরপর আরও কয়েক রাউন্ড গুলি করে।”

আরেকজন প্রত্যক্ষদর্শী বলেন, “বুক থেকে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছিল। কয়েক সেকেন্ডের মধ্যেই সব শেষ হয়ে যায়।”

দায়িত্বরত ট্রাফিক কর্মকর্তা নাসিরুদ্দিন জানান, নিহত ব্যক্তির বাড়ি লক্ষ্মীপুরে। তবে এখন পর্যন্ত কেউ শনাক্ত হয়নি। ঘটনার তদন্ত চলছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ ইন্সপেক্টর মো. ফারুক বলেন, “রক্তাক্ত অবস্থায় ঢামেকে আনার পর জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *