সরকারি সব প্রতিষ্ঠানে সপ্তাহে দুই দিন ছুটি থাকে। কিছু বেসরকারি প্রতিষ্ঠানেও এই সুবিধা দেওয়া হয়। ফলে সপ্তাহের শেষ দিন বা রোববার কোনো কারণে ছুটি পেলে প্রায়ই টানা তিন দিন ছুটি ভোগের সুবিধা মেলে। আবারও আসছে সেই সুযোগ।
সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ২৫ ডিসেম্বর, বৃহস্পতিবার খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব বড়দিন পড়ছে। তারপর শুক্র ও শনিবার দুই দিন সরকারি ছুটি। সবমিলিয়ে টানা তিন দিন ছুটি কাটাতে পারবেন সরকারি এবং কিছু বেসরকারি চাকরিজীবী।
সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, চলতি বছর আরও দুটি ছুটি পাবেন চাকরিজীবীরা। সবগুলোই সাধারণ ছুটি। তবে চলতি নভেম্বরে কোনো ছুটি নেই। বছরের শেষে রয়েছে দুটি ছুটি, যার মধ্যে একটির (বড়দিন) সঙ্গে শুক্র ও শনিবার মিলিছে।
এর আগে চলতি বছরের সরকারি ছুটির মধ্যে বিজয় দিবস (১৬ ডিসেম্বর) মঙ্গলবার পড়েছে।
অন্যদিকে, ২০২৬ সালের সরকারি ছুটির তালিকাও সম্প্রতি অনুমোদন করা হয়েছে। আগামী বছরের মোট সরকারি ছুটির সংখ্যা ২৮ দিন, যার মধ্যে সাপ্তাহিক ছুটির কারণে কার্যকরী ছুটি হবে ১৯ দিন।
সরকারি চাকরিজীবীরা বছরের শেষের এই টানা ছুটিতে বিশ্রাম ও পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন।
