বড় সুখবর পেলেন প্রাথমিকের ৬৫ হাজার ৫০২ প্রধান শিক্ষক!

বড় সুখবর পেলেন প্রাথমিকের ৬৫ হাজার ৫০২ প্রধান শিক্ষক!

দেশের ৬৫ হাজার ৫০২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের জন্য বড় সুখবর দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয়ের সকল প্রধান শিক্ষকের বেতন স্কেল দশম গ্রেডে উন্নীত করার প্রক্রিয়া চূড়ান্ত করতে অর্থ মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখা থেকে গত ৪ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিবকে একটি চিঠি পাঠানো হয়। মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রেবেকা সুলতানা ৫ নভেম্বর চিঠিতে সই করেন।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দশম গ্রেড দেওয়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ গত ২৮ জুলাই সম্মতি দিয়েছিল।

এরপর ৭ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকেও এ সংক্রান্ত স্মারকে সম্মতি পাওয়া যায়। এমতাবস্থায় প্রধান শিক্ষকদের বেতন স্কেল দশম গ্রেডে নির্ধারণে চূড়ান্ত সম্মতি দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা দুই ধরনের গ্রেডে বেতন-ভাতা পেয়ে থাকেন:

প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষক: ১১তম গ্রেড (স্কেল: ১২,৫০০ – ৩০,২৩০ টাকা)।

প্রশিক্ষণবিহীন প্রধান শিক্ষক: ১২তম গ্রেড (স্কেল: ১১,৩০০ – ২৭,৩০০ টাকা)।

এই পদটি দশম গ্রেডে উন্নীত হলে প্রধান শিক্ষকদের বেতন স্কেল হবে ১৬,০০০ – ৩৮,৬৪০ টাকা, যা তাদের আর্থিক ও সামাজিক মর্যাদা বৃদ্ধি করবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের চিঠিতে ছয়টি শর্ত সাপেক্ষে প্রধান শিক্ষকদের দশম গ্রেডে উন্নীত করার কথা বলা হয়েছে। শর্তগুলো হলো:

১. অর্থ বিভাগের সম্মতি: অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের সম্মতি গ্রহণ করতে হবে। ২. বেতন স্কেল নির্ধারণ: অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগ কর্তৃক বেতন স্কেল নির্ধারণ করতে হবে। ৩. সচিব কমিটির অনুমোদন: প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির অনুমোদন নিতে হবে।

৪. নিয়োগবিধি সংশোধন: পদ উন্নীতকরণের বিষয়টি বিদ্যমান নিয়োগবিধিতে অন্তর্ভুক্ত করে সংশোধন করতে হবে। ৫. প্রশিক্ষণ বাধ্যতামূলক: প্রশিক্ষণবিহীন প্রধান শিক্ষকদের সরকারি আদেশ জারির তারিখ থেকে ১৮ মাসের মধ্যে Basic Training for Primary Teachers (BTPT) প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে।

৬. আনুষ্ঠানিকতা সম্পন্ন: প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সরকারি আদেশের কপি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংগঠন ও ব্যবস্থাপনা অনুবিভাগে পাঠাতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *