৩ বছরের ছোট্ট মেয়ের বুকে ছুরি চালাল বাবা, অতঃপর...

৩ বছরের ছোট্ট মেয়ের বুকে ছুরি চালাল বাবা, অতঃপর…

রাতটা ছিল অন্য সব রাতের মতোই শান্ত, নিশ্চুপ। মা-বাবার মাঝখানে নিশ্চিন্তে ঘুমাচ্ছিল তিন বছরের ছোট্ট তোহা খাতুন। কে জানতো, সেই ঘুমটাই হবে তার জীবনের শেষ ঘুম।

যে বাবা একদিন কোলে তুলে আদর করতেন, সেই বাবার হাতের ছুরিই ছিন্নভিন্ন করে দিলো তোহার বুক, নিভিয়ে দিলো এক নিষ্পাপ প্রাণের প্রদীপ।

রোববার (২ নভেম্বর) রাত ১০ টার দিকে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কাইতকাই গ্রামে ঘটে এই হৃদয়বিদারক ঘটনা। নিহত তোহা স্থানীয় মুক্তার আলী ও রুমি আক্তার দম্পতির কন্যা।

স্থানীয় সূত্রে জানা যায়, মুক্তার আলী প্রায় এক বছর ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন। পরিবার থেকে তাকে চিকিৎসার জন্য নানা জায়গায় নেওয়া হলেও খুব একটা উন্নতি হয়নি।

ঘটনার রাতে হঠাৎ তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। নিঃশব্দ ঘরের মধ্যে ঘুমন্ত মেয়ের গায়ে ঝাঁপিয়ে পড়ে ছুরি দিয়ে দুই জায়গায় আঘাত করেন। একটি বুকে, আরেকটি পেটে।

মুহূর্তেই রক্তে ভেসে যায় ছোট্ট তোহার দেহ। তার ক্ষতবিক্ষত শরীর থেকে বেরিয়ে আসে নাড়িভুঁড়ি। এই বিভীষিকাময় দৃশ্য দেখে মূর্ছা যান মা রুমি আক্তার। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক জানান, তোহা আর বেঁচে নেই।

ঘটনার পরই ঘাতক বাবা মুক্তার আলী পালিয়ে যায়। খবর পেয়ে ঘাটাইল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পলাতক বাবাকে ধরতে অভিযান শুরু করেছে।

এ বিষয়ে ঘাটাইল থানার তদন্ত অফিসার সজল খান বলেন, ঘটনাটি সত্যিই হৃদয়বিদারক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মুক্তার আলী মানসিক ভারসাম্যহীন অবস্থায় শিশুটিকে হত্যা করেছে। তাকে আটকের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *