বিল পরিশোধ করতে পারেননি মা, নবজাতককে বিক্রি করে দিল হাসপাতাল

বিল পরিশোধ করতে পারেননি মা, নবজাতককে বিক্রি করে দিল হাসপাতাল

একটি বেসরকারি হাসপাতাল বিল পরিশোধ করতে না পারায় মায়ের কাছ থেকে তার নবজাতক সন্তান কেড়ে নিয়ে বিক্রি করে দিয়েছে। এই ঘটনা ঘটেছে পাকিস্তানের কারাচি রাজ্যের মেমন গোঠ এলাকায়।

রোববার (২ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষ বিলের টাকার বদলে নবজাতকটিকে বিক্রি করে দেয়। বিষয়টি জানাজানি হলে শিশুটির বাবা থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে নবজাতককে উদ্ধার করতে সক্ষম হয়।

জেলার এসএসপি আবদুল খালেক পীরজাদা জানান, ঘটনাটির পর সংশ্লিষ্ট হাসপাতালটি সিলগালা করে দেওয়া হয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলায় হাসপাতালের চিকিৎসক ডা. জেহরা এবং শিশু নিয়ে পালানো নারী শামা বেলুচ পলাতক রয়েছেন।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, শামা বেলুচ ওই হাসপাতালেরই এক কর্মচারী। তিনি ডা. জেহরার সঙ্গে যোগসাজশে নবজাতকটিকে বিক্রি করেন। শিশুটি ইতোমধ্যেই পাঞ্জাবে পাচার করা হয়েছিল বলে জানা গেছে।

এফআইআর সূত্রে জানা যায়, ডা. জেহরা শিশুটির মাকে বলেন, ‘আপনার যদি বিল পরিশোধের টাকা না থাকে, আমি এমন এক মহিলাকে চিনি যিনি দরিদ্র পরিবারের শিশুদের লালন-পালন করেন। তিনি আপনার খরচ দিয়ে দেবেন।’ পরে সেই মহিলা (শামা বেলুচ) হাসপাতালে বিল মিটিয়ে নবজাতককে নিজের হেফাজতে নিয়ে পালিয়ে যান।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য একাধিক স্থানে অভিযান চলছে। ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্তও অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *