ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় চোখে টর্চ লাইট মারা নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে এরশাদ আলী (৩৫) নামে এক যুবক খুন হয়েছে। এ ঘটনার খবর পেয়ে পুলিশ ৩ জনকে আটক করেছে।
শুক্রবার (৩১ অক্টোবর) ভোরে উপজেলার পশ্চিম সোহাগী পাড়া গ্রামে এই খুনের ঘটনা ঘটেছে। আটককৃতরা হলেন, মুদি দোকানদার মানিক, সাকিব এবং আশরাফ। তারা সবাই একই এলাকার বাসিন্দা।
নিহত এরশাদ আলী পশ্চিম সোহাগী পাড়া গ্রামের বাসিন্দা মৃত হাছেন আলীর ছেলে। পুলিশ ও এলাকাবাসী জানায়, গতকাল সন্ধ্যায় পশ্চিম সোহাগীপাড়া গ্রামে মানিকের মুদির দোকানে সিগারেট কিনতে যায় নিহত এরশাদ আলী।
এ সময় তার চোখে টর্চ লাইট দিয়ে ডিস্টার্ব করে একই গ্রামের আবুল হোসেনের ছেলে সাকিব। এনিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হলে এরশাদ আলী বাড়িতে চলে যায়।
এদিকে কথা কাটাকাটির জের ধরে এরশাদ আলীর প্রতি ক্ষোভ পোষন করে সাকিব তার মাদক ব্যবসায়ী পার্টনার শাহজাহানসহ বেশ কয়েকজনকে নিয়ে দল গঠন করে। পরে ভোরে এরশাদ আলীকে ফোন করে ডেকে এনে মারামারিতে জড়িয়ে পড়ে।
এ ঘটনার একপর্যায়ে এরশাদ আলীকে ছুরিকাঘাত করলে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে আহত এরশাদ আলীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার বলেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন।
