সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৫ জন প্রধান শিক্ষক পেয়েছেন বড় সুখবর। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তাদের পদোন্নতি দিয়ে ১০ম গ্রেডে উন্নীত করেছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় এবং অর্থ মন্ত্রণালয়ের সম্মতির ভিত্তিতে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সেবিকা সুলতানার স্বাক্ষরিত এক আদেশে জানানো হয়, ২০১৮ সালে ৪৫ জন প্রধান শিক্ষক উচ্চতর গ্রেডের দাবিতে হাইকোর্টে রিট করেন (নম্বর ৩২১৪/২০১৮)। ওই রিটের রায়ের বিরুদ্ধে সরকারের করা আপিল (সিভিল পিটিশন ফর লিভ টু আপিল নম্বর ৩৫৬৪/২০১৯) ও পরবর্তী রিভিউ পিটিশন (নম্বর ১২৪/২০২২) নিষ্পত্তির পর আপিল বিভাগ প্রধান শিক্ষকদের পক্ষে রায় দেন।
পরবর্তীতে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ২০২৫ সালের ৬ অক্টোবরের মতামতের ভিত্তিতে এই ৪৫ জন রিট আবেদনকারীর পদোন্নতির প্রক্রিয়া চূড়ান্ত করা হয়। তাঁদের বিদ্যমান ১১তম গ্রেড থেকে সরকারি বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১০ম গ্রেডে উন্নীত করা হয়েছে।
এ সংক্রান্ত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
অন্যদিকে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর জানিয়েছে, আদালতের রায়, অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন ও প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন হওয়ায় দ্রুতই সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসে ১০ম গ্রেডে উন্নীত করার আদেশ পাঠানো হবে।
উল্লেখ্য, ১০ম গ্রেডের বেতনস্কেল ১৬,০০০–৩৮,৬৪০ টাকা।
