রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশনের কাছে মেট্রোরেলের একটি পিলার থেকে খুলে পড়া বিয়ারিং প্যাডে আঘাত পেয়ে আবুল কালাম (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (২৬ অক্টোবর) দুপুর ১২টা ২০ মিনিটে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল কালাম শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি গ্রামের জলিল চোকদারের ছেলে। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে নারায়ণগঞ্জের জলকাঠি এলাকায় বসবাস করতেন।
দুর্ঘটনার আগের রাতে আবুল কালাম ফেসবুকে লিখেছিলেন, ‘ইচ্ছে তো অনেক। আপাতত যদি জীবন থেকে পালিয়ে যেতে পারতাম।’ এই পোস্টের পর পরদিন ঘটে তার অকাল মৃত্যু।
দুর্ঘটনার সময় প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ মেট্রোরেলের উপরে থাকা ধাতব যন্ত্রাংশটি নিচে পড়ে যায় এবং তা আবুল কালামের মাথায় আঘাত করে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আবুল কালাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে ঢাকায় একটি ট্র্যাভেল এজেন্সি পরিচালনা করতেন। স্বজনরা জানান, ব্যবসায়িক কাজে তিনি নিয়মিত ফার্মগেট এলাকায় যাতায়াত করতেন।
তিনি এক পুত্র ও এক কন্যার জনক। তার ছেলে আব্দুল্লাহর বয়স ৫ বছর এবং মেয়ে সুরাইয়া আক্তারের বয়স ৩ বছর।
