গাজীপুরের টঙ্গী পূর্ব থানার বিটিসিএল টিঅ্যান্ডটি কলোনি জামে মসজিদের ইমাম মুফতি মুহিবুল্লাহ মিয়াজী বলেছেন, তাকে যারা গুম করেছে, তাদেরকে তিনি কোনো দেশের নাগরিক মনে করেননি। এছাড়া তাদেরকে কোনো ধর্মের অনুসারীও মনে হয়নি।
আজ (২৪ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মুহিবুল্লাহ মিয়াজী বলেন, “আমাকে যারা গুম করেছে, তাদেরকে আমার বাংলাদেশি নাগরিক মনে হয়নি। এ ছাড়া তাদেরকে হিন্দু, মুসলিম, বৌদ্ধ বা খ্রিষ্টান—কিছুই মনে হয়নি।”
তিনি আরও জানান, জ্ঞান ফিরে পেলে নিজেকে রংপুর হাসপাতালে শুয়ে থাকতে দেখেছেন, তবে নিখোঁজের সময়ের বিস্তারিত স্মরণ নেই।
“মানসিক ও শারীরিকভাবে আমাকে অনেক লাঞ্চিত করা হয়েছে, যা মুখে বলা সম্ভব নয়,” তিনি যোগ করেন।
