ছাত্র-তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল নিয়ে সবার মতামত চাইলেন ‘সারজিস’

ছাত্র-তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল নিয়ে অনেক দিন ধরেই আলোচনা চলছে। এমনকি ফেব্রুয়ারির মধ্যেই দলটির আত্মপ্রকাশ ঘটবে বলেও বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে।

বিষয়টি নিয়ে এবার নিজেই ঘোষণা দিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জাতীয় নাগরিক কমিটির প্রধান সংগঠক সারজিস আলম।

ফেসবুকে দেওয়া পোস্টে তিনি জানিয়েছেন, ছাত্র-তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে। এ জন্য জনগণের মতামত চাওয়া হয়েছে পোস্টে।

নিজের ফেরিভায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি লেখেন, ‘ছাত্র-তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে!

আপনি কেমন দল চান আমরা তা জানতে চাই এবং সে আদলেই দলটি গড়তে চাই। কমেন্টে দেয়া ফর্মে আপনার মতামত জানান। ফর্মটি পূরণ করতে মাত্র ৫ মিনিট সময় লাগবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *