এসএসসি পরীক্ষার্থীসহ ২ বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত থেকে এসএসসি পরীক্ষার্থীসহ দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে গাটিয়ারপাড় সীমান্তের ৮২৫ নম্বর সাব-পিলারের কাছ থেকে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করেছেন পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার। আটক হওয়া দু’জনের মধ্যে একজন রিমন, যিনি এবারের এসএসসি পরীক্ষার্থী ও পাটগ্রাম উপজেলার মোস্তাক হোসেনের ছেলে। অপরজন সাজেদুল ইসলাম, বগুড়া শহরের বাসিন্দা সাইফুল ইসলামের ছেলে। তারা সম্পর্কে মামা-ভাগনে।

স্থানীয়রা জানান, বিকেলে তারা সীমান্ত এলাকায় ঘুরতে গিয়েছিলেন। পাশের একটি চা-বাগান দেখতে গিয়ে পুকুরপাড়ে যাওয়ার সময় বিএসএফের প্রায় ২৫ জন সদস্য হঠাৎ এসে তাদের ধরে নিয়ে যায়। ঘটনার পরপরই বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিএসএফের সঙ্গে যোগাযোগ শুরু করে এবং রাতেই পতাকা বৈঠকের উদ্যোগ নেয়।

ওসি আশরাফুজ্জামান জানান, বিজিবি ইতোমধ্যেই বিএসএফের সঙ্গে যোগাযোগ করছে। আমরা চেষ্টা করছি দ্রুত তাদের ফিরিয়ে আনার।

প্রসঙ্গত, একই দিনে সকালে দিনাজপুরের বিরল সীমান্ত থেকে দুই বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গিয়েছিল বিএসএফ। পরে ওই এলাকার গ্রামবাসী দুই ভারতীয়কে আটক করে এবং বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে উভয়পক্ষ তাদের নিজ নিজ নাগরিকদের ফেরত দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *